সংবাদদাতাঃ
সারা দেশজুড়ে যখন তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহে জনজীবন হয়ে পরেছে দুর্বিসহ তখন কক্সবাজার শহরের অসহায়, দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে দাঁড়ালো ইয়েস বাংলাদেশ।

কক্সবাজারের তরুণদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ইনলাইটেনমেন্ট সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে বুধবার প্রজেক্ট কোঅর্ডিনেটর শাহ নিবরাজের নেতৃত্বে কক্সবাজার শহরের কালুর দোকান, বার্মিজ মার্কেট, গোলদিঘির পাড়, এয়ারপোর্ট রোড়, সুগন্ধ ও কলাতলি এলাকায় ফুটফাতে আশ্রয় নেওয়া অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয় কম্বল, মশারী ও বালিশ ।

এসময় ইয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী তারেকুর রহমান বলেন, কক্সবাজারের শহরের ফুটফাতে আশ্রয় নেওয়া দুস্থ, অসহায় মানুষদের প্রতি সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে শীতবস্ত্র কম্বল, মাশারী ও বালিশ নিয়ে আসা হয়েছে। ইয়েস বাংলাদেশ তাদের সাধ্য ও সামর্থের মধ্যে সামনের দিগুলোতেও আসহায় মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি ।

এসময় সদস্য ইশতিয়াক আহমেদ, শরিফুল ইসলাম হৃদয়, মোস্তাক মিয়া সহ অনেক সেস্বাসেবীরা উপস্থিত ছিলেন।