জাহেদ হাসান :
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জ ও ঈদগড় রেঞ্জ পৃথক অভিযান পরিচালনা করে বনভূমি থেকে অবৈধ স্হাপনা ও ২টি বিদ্যুতের ঘেরা অপসারণ করে।
৯ ডিসেম্বর( বুধবার) মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়া ও মাছুয়াখালী বিট এলাকায় সংরক্ষিত বনের পাশে ব্যক্তি মালাধীন জমিতে স্থাপিত বন্য প্রাণীর পথরোধ করে স্থাপিত ২ টি বিদ্যুতের ঘেরা অপসারন করা হয়।
অভিযান পরিচালনা করেন, মোঃ মামুন মিয়া,মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা,অভিযানে সহযোগীতা করেন মেহেরঘোনা বিট কর্মকর্তা ও মাছুয়া খালী স্টাফগণ।
একইদিন অপর অভিযানে ঈদগড় রেঞ্জের ঈদগড় বিটের বড়ই চর এলাকায় বনভূমি দখল করে সদ্য নির্মাণাধীন ২টি মাটির ঘর উচ্ছেদ করে ১ একর বনভূমি জবর দখল মুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন, মোঃ মোস্তাফিজুর রহমান, অভিযানে বিটের অন্যান্য স্টাফগণ অংশগ্রহণ করেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের প্রধান বনকর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান,বেদখলকৃত বনভূমি দখল মুক্ত
অভিযান অব্যাহত রয়েছে,যে কোন বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহায়তা করার আহবান করেন।