সিবিএন ডেস্ক:
করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও দেশটিতে উল্লেখযোগ্যহারে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লক্ষাধিক, মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ‌১২১ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯১৩ জনের।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৯৮ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৩৫ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৩৯৮ জন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৮৫ লাখ ৬১ হাজার ২৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৮৭৯ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার ৬৩৩ জন।