সিবিএন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানির কোভিড-১৯ পজিটিভ এসেছে। খবরটি নিজেই জানিয়েছেন ট্রাম্প। এক টুইটে ট্রাম্প লেখেন, ‘সুস্থ হয়ে উঠুন রুডি, আমরা এগিয়ে যাব।’ সংবাদমাধ্যম বিবিসির খবরের একথা জানানো হয়েছে।

গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার কাজে নেতৃত্ব দিচ্ছেন ৭৬ বছর বয়সী রুডি গিলিয়ানি। ট্রাম্পের নিকটস্থদের মধ্যে রুডিই সর্বশেষ ব্যক্তি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর লোকজনের বিরুদ্ধে সুরক্ষা নীতি ভঙ্গের অভিযোগ রয়েছে। গত অক্টোবরে ট্রাম্প নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানিকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নিজের করোনায় আক্রান্তের বিষয়ে কিছু বলেননি। তবে ট্রাম্পের ওই টুইট শেয়ার করেছেন। এবং অপর একজন শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন।

রুডির ছেলে হোয়াইট হাউসে কর্মরত অ্যান্ড্রু গিলিয়ানি গত মাসে করোনায় আক্রান্ত হন। বাবা সম্পর্কে অ্যান্ড্রু টুইটে লিখেছেন, ‘তিনি বিশ্রামে আছেন, ভালো সেবা পাচ্ছেন এবং শারীরিকভাবে ভালো আছেন।’