সিবিএন ডেস্ক:

আফ্রিকার দেশ সোমালিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের প্রায় সব সেনা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে এসব সেনা প্রত্যাহার করতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

আশ-শাবাব ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সোমালিয়ায় প্রায় ৭০০ সেনা মোতায়েন করে রেখেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়া থেকে প্রত্যাহারের পর কিছু সেনা প্রতিবেশী দেশগুলোতে যাবে, যাতে তারা আন্তসীমান্ত অভিযান চালাতে পারে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের অর্থ এই নয় যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে। সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকিস্বরূপ চরমপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত

এর আগে নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও ইরাক থেকে সেনা প্রত্যাহারের একই ধরনের নির্দেশ দেন।