আবুল কালাম, চট্টগ্রাম:
বান্দর নগরীর চট্টগ্রামের কোতোয়ালী থানার নগরীর ব্যস্ততম এলাকা টেরিবাজার আফিমের গলির একটি ভাডা বাসা থেকে শ্বাসরোধ করে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।
যুবকটির নাম হল মাধব দেবনাথ (২৪)
পুলিশ জানায়, ওই যুবককে গত তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। যুবক হত্যার ঘটনায় তার আত্মীয়সহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, টেরিবাজার আফিমের গলি এলাকার একটি বাসা থেকে মাধব দেবনাথ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাকে তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। যুবক হত্যার ঘটনায় তার আত্মীয়সহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে