মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজের আওতায় কক্সবাজার শহরের লালদীঘি পশ্চিম পাড়স্থ পূণ: নির্মিত জামে মসজিদ উদ্বোধন করেছেন কউক চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ (এলডিএমসি-পিএসসি)।

শুক্রবার ৪ ডিসেম্বর পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নব নির্মিত লালদীঘির পশ্চিম পাড় জামে মসজিদ উদ্বোধনের সময় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কউক এর প্রকল্প পরিচালক লে: কর্নেল আনোয়ার উল ইসলাম, কউক সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। লালদীঘির দক্ষিণ পশ্চিম পাড়ের কোনায় আগে থাকা জামে মসজিদটি এখন নব নির্মিত দালানে স্থানান্তর করা হয়েছে।

পরে একইদিন কউক কর্তৃক লালদীঘির পশ্চিম পাড়ে পূণ: নির্মিত বুট পালিশ মার্কেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কউক চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ (এলডিএমসি-পিএসসি)। পূণ: নির্মিত বুট পালিশ মার্কেটে ২৬ জন মুচিকে দোকান বরাদ্দ দেওয়া হয়।

কউক কর্তৃক লালদীঘির পশ্চিম পাড়ে নির্মিত একটি ভবনের নীচে বুট পালিশ মার্কেট এবং দোতলায় জামে মসজিদ। ১৭ কোটি ৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) শহরের লালদীঘি সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজ করছে। একাজ ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২০ সালের সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের ফেব্রুয়ারিতে সমাপ্ত হওয়ার সম্ভবনা রয়েছে।