অনলাইন ডেস্ক:
ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন সংস্কারের ইঙ্গিত দিল মোদি সরকার। কিন্তু পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অটল আন্দোলনরত কৃষকরা।

বৃহস্পতিবার সরকারপক্ষের সাথে কৃষকদের ৭ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়। চতুর্থ ধাপের সমঝোতা আলোচনায়ও হয়নি দফারফা। ঠিক হয়েছে- শনিবার আবারও কৃষক প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে সরকারপক্ষ। সেখানেই চূড়ান্ত সমাধান আসবে- এমনটা প্রত্যাশা কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের।

অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের মহাসচিব জগমোহন সিং জানিয়েছেন- শুক্রবারের মধ্যে আইন প্রত্যাহার না হলে; ৫ ডিসেম্বর তারা আলোচনায় বসবেন না।

সেপ্টেম্বরে পাস হওয়া ৩টি বিতর্কিত কৃষি আইনে- সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেতো কৃষকরা। কিন্তু কৃষকদের অভিযোগ এর ফলে সরকারের দেওয়া ন্যূনতম সহায়ক মূল্য হারাতে হতো কৃষকদের। আর এ সুযোগেই লাভবান হতো মুনাফাখোরেরা।