মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নতুন নিয়োগ পেয়েছেন জাহিদ ইকবাল (১৬৬৪৮)। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর ৩৫৪ নম্বর স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে কক্সবাজারে নিয়োগ পাওয়া জাহিদ ইকবাল সহ একই পদমর্যাদার ৬ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

কক্সবাজারের এডিসি হিসাবে নতুন নিয়োগ পাওয়া জাহিদ ইকবাল বর্তমানে ঢাকার বিপিএটিসি (৩য় প্রকল্প) এর সহকারী প্রকল্প পরিচালক হিসাবে কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডার ২৯তম ব্যাচের সদস্য।

গত ২৭ অক্টোবর যোগদান করা কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) প্রসুন কুমার চক্রবর্তী (১৬৫৬০) যোগদানের ২৮ দিনের মধ্যেই বদলী হয়েছেন। এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রসুন কুমার চক্রবর্তী’কে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮মাসে কক্সবাজার জেলা প্রশাসনে ৬জন এডিসি নিয়োগ দেওয়া হয়েছিলো। তারমধ্যে ৫ জন এডিসি কক্সবাজারে যোগদানই করেননি। সবেধন নীলমনি প্রসুন কুমার চক্রবর্তী যোগদান করলেও তিনি যোগদানের মাত্র ২৮দিনের মধ্যে আবার নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল এ বদলী হলেন। অবশ্য নতুন নিয়োগ পাওয়া এডিসি জাহিদ ইকবাল কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করবেন কিনা তা জানা সম্ভব হয়নি।

এদিকে, এডিসি (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রায় ৩মাস আগে কক্সবাজার থেকে মন্ত্রণালয়ে বদলী হয়েছেন। তারপরও এডিসি’র ২টি পদ শূন্য থাকায় তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) এর অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।