আবুল কাশেম, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলা দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যেগে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫০ জন ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন (প্যাড) বিতরণ করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকালে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত স্যানিটারী ন্যাপকিন (প্যাড) বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ন কবির হায়দার হুমায়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের সদস্য মোরশেদ আলম, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ফরিদুল আলম ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মোনাফ ইউপি সদস্য মসলেম উদ্দিন।

ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার ফরিদুল আলম (বিএসসি) সঞ্চালনায় উক্ত স্যানিটারী ন্যাপকিন (প্যাড) বিতরণ অনুষ্টানে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের সদস্য,স্কুলের শিক্ষক,অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এলজিএসপির অর্থায়নে প্রথম ধাপে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫০ জন ছাত্রীকে স্যানিটারী ন্যাপকিন (প্যাড) বিতরণ করা হয় এবং দ্বিতীয় ধাপে দক্ষিণ ধূরুং দারুল হিকমা দাখিল মাদ্রাসায় স্যানিটারী ন্যাপকিন (প্যাড) বিতরণ করা হবে বলে জানান দক্ষিন ধূরুং ইউনিয়ন পরিষদের সচিব তারিকুর ইসলাম।