প্রেস বিজ্ঞপ্তি
প্রথিতযশা শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, এড. হোছাইন আহমদ  আনছারী, মাওলানা কাযী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন, প্রভাষক মনির আহমদ, মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি  হাফেজ সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান,  সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ সরওয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, নির্বাহী সদস্য খলিলুল্লাহ ফুরকান আমেল, মুহিব্বুল মোক্তাদির তানিম, মুহাম্মদ আব্দুল আজিজ,  সহযোগী সদস্য অলিউল্লাহ আরজু, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রফেসর মোস্তাক আহমদ ছিলেন, এতদঞ্চলের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, বিদগ্ধ গবেষক, সংগ্রামী ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের বিপ্লবী সংগঠক ও বহু গ্রন্থ প্রণেতা। জ্ঞান-প্রজ্ঞা ও  ইতিহাস-ঐতিহ্যের চর্চায় তাঁর ঐকান্তিক প্রচেষ্টা, অবিরত প্রয়াস ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন রামুবাসীর গর্বের ধন। এরকম একজন বিদ্বান ব্যক্তিত্ব ও বিদগ্ধ গবেষকের ইন্তেকালে আমরা একটি জ্ঞানবৃক্ষকে যেন হারিয়েছি।
আমরা আল্লাহর দরবারে  মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।