সিবিএন:
আগামী ৬-৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী কক্সবাজারে পালিত হবে পরিবার কল্যাণ সেবা।

এ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ, সেবা প্রদানকালে সর্বক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যবিধি রক্ষা ও সামাজিক দূরুত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সভায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীর, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি ডা. সোমা চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাসসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।