লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান নতুন বাজার এলাকায় সড়কে তৈরিকৃত গতিরোধকে বেটারিচালিত রিক্সা উল্টে মো. জাকারিয়া আলম (৩২) প্রকাশ মিন্টু নামের এক রিক্সার চালক নিহত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে দরবেশ হাট-কেয়ারজুর পাড়া ডিসি সড়কের পুটিবিলা নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাকারিয়া বান্দরবান জেলার লামা সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বুরাবইন্না পাড়া এলাকার সরওয়ার গাজীর ছেলে।

নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্বাস উদ্দিন চৌধুরী বলেন, ডিসি সড়কের নতুন বাজার এলাকায় দূর্ঘটনার রোধের জন্য গতিরোধক তৈরির কাজ চলছে। ঘটনারদিন ব্যাটারিচালিত রিক্সার চালক জাকারিয়া রিক্সায় পানের ঝুঁড়ি নিয়ে সরই থেকে লোহাগাড়া সদরে নিয়ে যায়। ঘটনার দিন নতুন বাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে রিক্সার চাপায় আহতবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীযরা উদ্ধার করে উপজেল সদরে একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডা: জান্নাতুল ফেরদৌস ঝর্ণা জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে জাকারিয়া হােসেন নামের কোন রোগী ভর্তিও হননি, মারা যাওয়ার মতো কোন রোগী হাসপাতালে ভর্তি হননি বলেও জানান তিনি। নিহত জাকারিয়া হোসেন মিন্টু ১ সন্তানের জনক।