জে.জাহেদ,চট্টগ্রাম:

করোনাভাইরাস (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে ‘‘নো মাস্ক-নো প্যাসেঞ্জার” স্লোগানে যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারাভিযানে মাঠে নামে নামলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মো.তানভীর।

বুধবার (২ ডিসেম্বর) সকালে নগরীর জিইসি মোড় এলাকায় ট্রাফিক পশ্চিম বিভাগের আয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি হিসাবে মাস্ক বিতরণ করেন সিএমপি কমিশনার।

এ সময় যানবাহনে করে নগরবাসীর চলফেরার সময় মাস্ক পরা নিশ্চিত করতে এই কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণা দেন নগর পুলিশের কমিশনার সালেহ মো.তানভীর। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনাররাসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।