মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জেলার বরন্য শিক্ষাবিদ-বুদ্ধিজীবী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ প্রফেসর মোশতাক মোস্তাক আহমদের নামাজে জানাজা বুধবার ২ ডিসেম্বর আছরের নামাযের পর রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মরহুম প্রফেসর মোশতাক মোস্তাক আহমদের কন্যা, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আমাদের গর্বের ধন, কক্সবাজার জেলার অহংকার, কক্সবাজারের বাতিঘর, কক্সবাজার ফাউন্ডেশন কর্তৃক রচিত ‘কক্সবাজারের ইতিহাস’ গ্রন্থের ইংরেজি অনুবাদক, মনিষী প্রফেসর মোশতাক মোস্তাক আহমদ (৮৫) মঙ্গলবার ১ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। রাত দেড়টার দিকে তাঁর মৃতদেহ রামু’র ফঁতেখারকুল ইউনিয়নের হাইটুপী এলাকায় তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে একইদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে প্রফেসর মোশতাক আহমদ গুরতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে সেখানে আইসিইউ (নীবিড় পর্যবেক্ষণ কক্ষ)-তে রাখা হয়েছিলো।