মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একাধিক গ্রন্থ প্রণেতা প্রফেসর মোশতাক আহমদ আর নেই। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তাঁর বাড়ি রামু’র হাইটুপী এলাকায়।

এর আগে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে প্রফেসর মোশতাক আহমদ গুরতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ (নীবিড় পর্যবেক্ষণ কক্ষ)-তে ভর্তি করা হয়।

শোক প্রকাশ :

আমাদের গর্বের ধন, কক্সবাজার জেলার অহংকার, কক্সবাজারের বাতিঘর, কক্সবাজার ফাউন্ডেশন কর্তৃক রচিত ‘কক্সবাজারের ইতিহাস’ গ্রন্থের ইংরেজি অনুবাদক প্রফেসর মোশতাক আহমদের মৃত্যুতে কক্সবাজার জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার নিউজ ডট কম, সিবিএন’ পরিবারের পক্ষে সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন