গিয়াস উদ্দিন:
“কমলা রঙ্গের বিশ্বে নারী বাধার পথ দেবেন পাড়ি” শীর্ষক প্রতিপাদ্যের উপর ভিত্তি করে ঈদগাওয়ে নারাী নির্যাতন প্রতিরোধ পক্ষ উ্দযাপিত হয়েছে। পাবলিক লাইবেরী মিলনাতনে ১ ডিসেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মাধমে কেয়ার বাংলাদেশ সদর উপজেলার আয়েজেনে এ দিবস পালন করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জালালবাদ ইউপি চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো। বিশেষ অতিথি ছিলেন মহিলা এমইউপি রেহেনা আক্তার, চৌফলদন্ডী এম ইউপি মোস্তফা কানাল ও কেয়ারের স্থানীয় কর্মকর্তা নাছির উদ্দিন। অনুষ্টানে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক জ্ঞান প্রতিযেগিতা অনুষ্টিত হয়। এতে অংশগ্রহন করে বিজয়ী হয় আশেক মোস্তফা রিয়াজ, শহিদ বিন রাশেল ও কায়সার আমান কায়েস। গ্লোবাল এফেয়ার্স , কানাডা এর আর্থিক সহায়তা ইউএিনএফপি এর কারিগরি সহযোগিতায় সদর উপজেলা কেয়ার এ অনুষ্টানটির আয়োন করেন। এত বিদেশী ডেলিগেট সহ এনভায়ারমেন্ট মনিটরিং কর্মকর্তা নুরুজ্জামান, সিনিয়র প্রজেক্ট অফিসার সেলিনা পারভীন ও ফিল্ড ট্রেইনার কাউসার ইসলাম, স্থানীয় কেয়ারের দায়িত্বশীল অমিত উপস্থিত ছিলেন। অনুষ্টানে ইতোপূর্বে প্রশিক্ষনে অংশগ্রহনকারী ৫ নারীকে পুরষ্কার প্রদান করা হয়। পরে শিশু নৃত্য পরিবেশন করা হয়।