মিছবাহ উদ্দিন :
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জর উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করণের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে মেহেরঘোনা রেঞ্জ অফিসস্থ আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, উদ্বোধনী ও মুখ্য আলোচনা পেশ করেন মেহেরঘোনা রেঞ্জকর্মকর্তা মামুন মিয়া। এসময় মেহেরঘোনা বিটকর্মকর্তা জাকের আহামদের সঞ্চালনায় উন্মোক্ত আলোচনায় অংশ নেন ঈদগাহ ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক জিয়া, সাংবাদিক রেজাউল করিম, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আলম মাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেডম্যান আজিজুল হক, আবু তাহের, বেলাল উদ্দিন, রহিম উদ্দিন, নুরুল হুদা, রেঞ্জ-সহকারী মোঃ ইউনুছ, ফরেষ্টার এলমুন বাহার, বনকর্মী মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

এতে বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। সৃষ্টির সকল জীবকে যার যার স্থানে বসবাসের উপযোগী করে রাখতে হবে। অন্যতায় পরিবেশ হুমকির মুখে পড়লে, ফল ভোগ করতে হবে আমাদেরকেই। বন এবং বন্যপ্রাণী মানব সমাজের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সুতরাং নিজেদের স্বার্থে বন এবং বন্যপ্রাণী রক্ষা করা প্রয়োজন। শুধুমাত্র ক্ষনিকের অল্প লাভের আশায় যারা পরিবেশ ধ্বংস করছে একদিন তাদেরকেই তার দীর্ঘমেয়াদি কুফল ভোগ করতে হবে। পাশাপাশি বন ও বন্যপ্রাণী হত্যার বিষয়ে সরকারিভাবে সুনির্দিষ্ট আইন রয়েছে। এ আইন মেনে চলা সচেতন ব্যক্তি হিসাবে আবশ্যক।