ইরফান উদ্দিন :
কক্সবাজার সরকারি কলেজ গেইটের সামনে, পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এজি মডেল স্কুল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ৩০ শে নভেম্বর বিকেল ৪ টায় এই অগ্নিকান্ড ঘটে।
জানা যায় , স্কুলটি টিন ও কাঠের দিয়ে তৈরি । তাই আগুনের লেলিহান শিখা প্রায় ২০ ফুট উচ্চতায় জ্বলছিলো। আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রতিষ্ঠানের সব পুড়ে যায়।
আগুন কিভাবে লেগেছে তার সঠিক তথ্য এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের কেউ এখনো বলতে পারছেনা।
অত্র স্কুলের শিক্ষক ইসলাম মাহমুদ জানান , সরকারি ভাবে অনুমতি পাওয়া এ স্কুলে ছাত্রছাত্রীদের এসাইনমেন্ট এর কার্যক্রম চলমান ছিল বলে জানান । তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫-২০ লক্ষ হবে।