চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া প্রেসক্লাবের সদস্যদের জন্য মাস্ক ও পিপিইসহ করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
রবিবার (২৯নভেম্বর) দুপুরে ক্লাবের নেতৃবৃন্দের হাতে সকল সদস্যদের জন্য এসব করোনা সুরক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, বর্তমান সাধারণ সম্পাদক মিজবাউল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সাবেক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহেদ ও নির্বাহী সদস্য সাঈদী আকবর ফয়সাল উপস্থিত ছিলেন।
সঙ্গে ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের মহামারি দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।যা আমাদের জন্য খুবই বিপদজনক। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে আরো স্বাস্থ্য সচেতন করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরীসিম। সাংবাদিকরা লিখনীর মাধ্যমে জাতীকে জাগ্রত না করলে দেশ আরো ভয়ংকর বিপদের সম্মুখিন সহ মহামারি আকার ধারণ করতো। করোনা মোকাবেলায় সাংবাদিকদেরকে পূর্বের ন্যায় আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকদের কল্যাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।