আবুল কাশেম , কুতুবদিয়া :
২৯শে নভেম্বর (রবিবার) “প্রজন্ম চট্টগ্রাম” কুতুবদিয়া শাখার উদ্যোগে করোনার সেকেন্ড ওয়েব প্রতিরোধে প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী জসিমুল হকের সার্বিক তত্ত্ববধানে, প্রজন্ম কুতুবদিয়ার প্রতিনিধি হুসনুল মোবারক ও আল আমিনের নেতৃত্বে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্থানে রিক্সা চালক, সিএনজি চালক, কাঁচাবাজার, মাস্কবিহীন ব্যবসায়ী, পথচারীসহ দিনমজুরদের মাঝে সচেতনতামূলক বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় প্রজন্ম চট্টগ্রামের কুতুবদিয়ার প্রতিনিধি হুসনুল মোবারক বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাস থেকে এড়াতে প্রত্যেক মানুষের সচেতনতা অবলম্বন করা উচিত। সকলকে পরিস্কার – পরিচ্ছন্ন থাকা, বাড়ির বাহিরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত দোয়া ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান ।

উক্ত মাস্ক বিতরণে সর্বাত্মক সহযোগিতা করেন,আল-আমিন,মোঃ জিয়া, মোহাম্মদ শরিফ উদ্দীন, মোহাম্মদ আব্বাস, আব্দুল মজিদ, ছৈয়দুল আলম প্রমুখ।