ইমাম খাইর, সিবিএনঃ
বনখেকোরা নানা কৌশলে বনের গাছ উজাড় করে চলেছে। শেষ করে দিচ্ছে প্রকৃতিকে। অভিযানের পরও থেমে নেই বনদস্যুরা।
ঠিকই, এবার ইটের আড়ালে চিরাই করে বনের কাঠ পাচারকালে একটি ট্রাক আটক করেছে বনকর্মীরা। যার নংঃ চট্ট মেট্রো-ড ১১-২৩২১।
ইটবাহী ট্রাক থেকে জব্দ করা হয়েছে ২৫০ ঘনফুট চিরাইকাঠ।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৫ টার দিকে রামু বাইপাস এলাকায় অভিযানটি চালানো হয়।
তবে, পাচারে জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযোগকারীরা। রহস্যজনকভাবে পালিয়ে গেছে চালক।
রবিবার রাত ১০ টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আবু খায়ের মোঃ এলাহী অভিযানের তথ্য সিবিএনকে জানিয়েছেন।
তার দেয়া তথ্যমতে, একদল কাঠ পাচারকারী অভিনব কৌশলে কাঠ পাচার করছে, এমন সংবাদে তারা অভিযানে যায়।
এসময় ইটের নিচে লুকিয়ে পাচারকালে ২৫০ ঘনফুট বিবিধ চিরাইকাঠ জব্দ করা হয়।
বিধিমোতাবেক বন মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আবু খায়ের মোঃ এলাহী।
বনখেকো ও বনদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
তবে, আশঙ্কাজনকহারে বনভূমি দখল ও বনজ সম্পদ ধ্বংস হওয়ার পেছনে কিছু অসাধু বনকর্মীর দুর্বলতাকে দায়ী করছে স্থানীয় বাসিন্দারা।