মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

র‍্যাব-১৫ নাইক্ষ্যংছড়িতে এক অভিযান চালিয়ে ৭৭৭০ পিচ ইয়াবা টেবলেট ও ৫০ লিটার মদ সহ ২ জন উপজাতি সদস্যকে আটক করেছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

২৮ নভেম্বর বিকেল ৩ টার দিকে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুম খোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি রাস্তার পাশে একটি টং ঘরে এক অভিযান চালিয়ে পিলিথিনের ব্যাগ ও জারিকেন থেকে উল্লেখিত মাদক দ্রব্য উদ্ধার করে। একইসাথে জুমখোলার মৃত খিজার মার্মা ও হাওয়াং মার্মার পুত্র সা দু মার্মা এবং বৈদ্যের পাড়ার মৃত ফাইক্ষ্যউ মার্মা ও হ্লথুই মার্মার পুত্র মংপ্রু মার্মাকে আটক করে।
মাদক কারবারীদ্বয়কে আটক করার পূর্বে তারা পালানোর চেষ্টা করে।

উদ্ধারকৃত ইয়াবা টেবলেট, চোলাই মদ ও ধৃত আসামীদ্বয়কে নাইক্ষ্যংছড়ি থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ধৃত মাদক কারবারীদ্বয় দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়িতে
ইয়াবা টেবলেট ও চোলাই মদ বেচা-কেনা করতো বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।