মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে উখিয়া উপজেলায় একশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে।

ভূমিহীন ও গৃহহীনদের গৃহপ্রদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ২৮ নভেম্বর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবার বাছাই করার জন্য সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এই অনন্য উদ্যোগটি সফল ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এ বাছাই কার্যক্রম পরিচলানা করা হয়।বাছাই অনুষ্ঠানে গ্রামপুলিশ, ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করা হয় বলে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ জানান। শীঘ্রই বাছাইকৃতদের খাসজমি বরাদ্দ দেয়া হবে এবং সেই জমিতে সরকারি অর্থায়নে গৃহনির্মাণ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ গত ২৬ নভেম্বর করোনামুক্ত হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোন অফিসিয়াল সভায় অংশ নিলেন।