বলরাম দাশ অনুপম :
তথ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন-ক্রীড়াচর্চার মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করতে হবে।  সমস্ত অপকর্ম থেকে দূরে থেকে কক্সবাজারের উন্নয়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোনও বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।

এমপি কমল শনিবার বিকেলে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল লীগের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে উদ্বোধক ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিন আল পারভেজ। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। এতে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমদ জয়। ফুটবল লীগ কমিটির যুগ্ম আহবায়ক চিরঞ্জিত সেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান মোঃ কুতুবী, মোকতার আহমদ, জাকারিয়া মোঃ ইয়াহিয়া হাসান, আশফাক উদ্দিন আল হাসান, আবদুর রহিম, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতা সাখাওয়াত হোসেন তুর্য, ফুটবল লীগ কমিটির আহবায়ক সাইফুদ্দিন শাওন, যুগ্ম আহবায়ক মোঃ রিয়াদ, ইমরান শাহ, সদস্য সচিব ইনজামাম উল হাসান চৌধুরী, অর্থ সম্পাদক হামীম নাজমুল সাকিব, জামিল উদ্দিন জয়, ইফতি, ফারদিন জামাল ফায়িদ, রিদুয়ানুল উল হক, আশহাব রেহান, ইরফান রহমান নাহিন, আনিশ পাল রন্টি, ইতু, মেহেদী হাসান, জাবেদুল ইসলাম ফাহাদ, তাকি তাজওয়ার সাদ।

ফাইনাল খেলায় কসউবি ব্যাচ’১৬ কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কসউবি ব্যাচ’১৫। বিজয়ী দলের পক্ষে ২টি গোল করেন রায়হান ও ১টি গোল করেন আরবিন সাদ।