আবুল কালাম , চট্টগ্রাম :

বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকায় গোপন সুত্রে অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতের নাম হলো উত্তম সেন (৩৫) এসময় তার
কাছ থেকে ২২১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় হোটেল ম্যানিলার বিপরীত পাশের চলাচলের রাস্তা থেকে উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তম সেন চট্টগ্রামের পটিয়ার হাইদঘর ব্রাহ্মণঘাটার মৃত মানিক সেনের ছেলে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মহসীন বলেন, কৌশলে বেল্ট পরিহিত স্থানে প্যান্টের পকেটের ভেতরে এসব স্বর্ণের বার লুকিয়ে রেখেছিল। জিজ্ঞাসাবাদে সে এসব স্বর্ণ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় হোটেল ম্যানিলার বিপরীত পাশের চলাচলের রাস্তা থেকে উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে কালো রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২২১ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়।