আন্তর্জাতিক ডেস্ক:
ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বিভাজনকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই দেশের সেনাদের গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় জওয়ান। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সম্পূর্ণ বিনা প্ররোচনায় শুক্রবার সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ করলে ভারতীয় সেনারা এর পাল্টা জবাব দিলে আমাদের দুই সেনা নিহত হন।

এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাজৌরি জেলার সুন্দরবনি এলাকায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনার হামলায় নিহতরা হলেন নায়েক প্রেম বাহাদুর খতরি এবং রাইফেল ম্যান সুখবীর সিং।

উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন ওই দুজন প্রাণ হারান।

এর আগে, গত বৃহস্পতিবার পাক সেনার গুলিতে পুঞ্চ জেলায় মৃত্যু হয় জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সুবেদার স্বতন্ত্র সিংয়ের। সেখানে সেনার ফরোয়ার্ড পোস্ট লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ করে পাক সেনারা।

অপরদিকে একইদিন জঙ্গি হামলায় কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে প্রাণ হারান দুই ভারতীয় জওয়ান। ওই এলাকায় টহল দেয়ার সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালায় অস্ত্রধারীরা।