নূর মোহাম্মদ
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
জেলের মতো বন্দি,
ব্রেইন স্টর্মে ঘাম ছুটাচ্ছে
করোনায় করতে সন্ধি।
উহান থেকে তেহরান,প্যারিস,
নিউইয়র্ক,রোম,লন্ডন,
কায়রো,মিউনিখ,ভ্যালেন্সিয়া,
ক্যানবেরা,সৌদি কিংডম।
করোনা আতঙ্কে জড়োসড়ো
বস্তি থেকে প্রাসাদ,
পুঁজিবাজারে ধস নেমেছে
বিলিয়ন ডলার বরবাদ।
করোনা হল খোদার গজব
অসভ্যতার অভিশাপ,
চীনা জাতি কি করে খায়
বাদর,কুকুর,সাপ?
একুশ শতকের মহামারী
নাম যে তার করোনা!
ধর্ম-বর্ণের তোয়াক্কা ছাড়া
কাউকে যে ছাড়ে না।
শহর ফাঁকা সড়ক ফাঁকা
ফাঁকা আকাশ পথ,
করোনার টানতে লাগাম
বিশ্ববাসী এখন একমত।