মোঃ কাউছার ঊদ্দীন শরীফ :

ঈদগাঁওতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সদরের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঈদগাঁও বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে অভিযান পরিচালনা করা হয়।

২৫ নভেম্বর (বুধবার) বিকালে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার নু এ মং মার্মা । এ সময় ঈদগাঁও বাজারের দক্ষিন মাথা, শাপলা চত্তর ,স্কুল গেইট, পুরাতন পুলিশ বিট, ষ্টেশন,পশ্চিম গলি,বাঁশঘাটা পয়েন্টে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা, মাস্ক বিতরণ সহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ জনকে অর্থদন্ড প্রদান করেন তিনি।

এ সময় সদর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার নু এ মং মার্মা বলেন, ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হতে হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।