সিবিএন ডেস্ক:

করোনার কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হলেও শিক্ষার্থীদের সনদ দেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রেস ব্রিফিংয়ে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

মাধ্যমিকের ভর্তি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘অষ্টম শ্রেণির সনদ বোর্ড যেভাবে দেয় সেভাবেই দেবে।’

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৭ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষাও বাতিল করা হয়। যেহেতু পাবলিক পরীক্ষা হিসেবে এই পরীক্ষার সনদ দিতো শিক্ষা বোর্ডগুলো, তাই এবারও অষ্টম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে বোর্ডগুলো সনদ দেবে। কোনও অনুত্তীর্ণ শিক্ষার্থী থাকবে না।