সংবাদ বিজ্ঞপ্তিঃ
হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রামে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিটির মতবিনিময় সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ যোহর আগ্রাবাদস্থ ইখওয়ানুল উম্মাহ মডেল মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উস্তাজুুল হুফফাজ হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মুহাম্মদ তৈয়ব।

বিভাগীয় সেক্রেটারী হাফেজ মাওলানা সালামতুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক ড.মুফতী হুমায়ুন কবির খালভী, হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক কক্সবাজার জেলা সভাপতি ক্বারী সাইফুল্লাহ কাসেমী, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ডাঃ হাফেজ ফায়সাল বিন নুরুল হুদা, চট্টগ্রাম মহানগরী সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ ফোরকান, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহীম ছিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই কুতুবী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আয়ুব আলী আনছারী, হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শাহজাহান, হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী সহসভাপতি মুফতী আবুতাহের তোরাবী ও সেগুন বাগাণ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নেজামুদ্দীন।

এছাড়া সংস্থার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ যোহর হতে মাগরিব পর্যন্ত মতবিনিময় সভায় আগামী মার্চ মাসে এই প্রথম বারের মতো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জন্য সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।