প্রেস বিজ্ঞপ্তি  : বায়তুশ শরফ জব্বারিয়া এক্স স্টুডেন্টস ফোরাম কর্তৃক আয়োজিত আজ রবিবার বিকাল ৩টায় এক্স স্টুডেন্টস ফোরাম ফুটবল টুর্নামেন্ট -২০২০এ স্টুডেনব্যাচ ভিত্তিক ফুটবল এস.এস.সি ২০১১-২০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ১৬ দলের সমন্বয়ে গঠিত এই ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্ভোধন করেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ তৈয়ব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দীন, সিনিয়র শিক্ষক ও টুর্নামেন্ট সমন্নয়ক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক রেজাউল করিম,সিনিয়র শিক্ষক নিজামুল বাহার, পাস্তা ক্লাব রেস্টুরেন্ট এর ডিরেক্টর হাবিব রহমান অনিক , সহকারী শিক্ষক আমিনুর রশিদ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি এক্স স্টুডেন্টস ফোরামের আহবায়ক জিয়াউল হক জিয়া সহ অন্যন্যা শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ তৈয়ব,মোঃ কাশেম,এক্স স্টুডেন্টস ফোরামের আহবায়ক জিয়াউল হক জিয়া,আবদুল্লাহ আল সেজান।

অনুষ্ঠানের শুরুতে ১৪ ব্যাচের শিক্ষার্থী রহিম উল্লাহ এর কোরআন পাঠ করেন পরে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম ফাত্তাহ।শুরুতে উদ্বোধনী ম্যাচে নাইন আউট অব-১৩ ব্যাচ( ১-০) গোলে থান্ডার অব-২০ কে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ১৩ ব্যাচের মোঃ রিয়াদ এবং ২য় ম্যাচে রয়েলস অব -১৬ (৩-১) গোলে রও-১১ কে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করে ও ম্যাচ অব ম্যা নির্বাচিত হয় মোঃ ইব্রাহীম।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি ১২ দল হল বি.এস.জে.এ এফসি-১৯, ইনভাডেট-১৬, হিস্টুরেকেল-১৯, টিম টেন-১৭, ইনক্রেডিবেল-১৮, স্কোয়াড-১৭, লিজেন্ডারি মুনস্টার-২০, এমাইজিং-১৮, রোয়ার অব-১২, এফসি রেভেনওয়েস্ট-১৫, কোভিড-১৯, আনভিটেবল-১৪।