cbn  

ইমাম খাইর, সিবিএন:
৭০টি মোবাইলের সিম কার্ডসহ মোহাম্মদ যুবায়ের (৩২) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় তাঁর নিকট থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদ যুবায়ের ওই ক্যাম্পের এইচ-১৫ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

রবিবার (২২ নভেম্বর) সকালে  ১৬ আর্মড পুলশি ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক মো. হেমায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোহিঙ্গাদের মধ্যে অনেকে বাংলাদেশী সীমকার্ড বিক্রির অভিযোগ রয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। তার নিকট ৭০ টি সীম পাওয়া গেছে।

এরকম অবৈধ কাজে জড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ১৬ এপিবিএন-এর সিও মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •