আবুল কালাম, চট্টগ্রাম:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিট ১৯) এর প্রদুর্ভাব ঠেকা‌তে, নো মাস্ক নো সা‌ভির্স নী‌তি‌তে সরকা‌রের বাস্তবায়‌নে ল‌ক্ষ্যে বিনামূ‌ল্যে জনসচেতনতামূলক মাস্ক, সাবান, লিফলেট বিতরন কর্মসূ‌চির উদ্বোধন ক‌রেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চ‌সিক) প্রশাসক খোর‌শেদ আলম সুজন।

শনিবার (২১ নভেম্বর) সকালের দিকে নগরীর কর্নেল হাই এলাকায় উক্ত কর্মসুচিতে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চ‌সিক) এর সা‌বেক প‌্যানেল মেয়র ১০ নং উত্তর কাট্টলী ওয়া‌র্ডের সা‌বেক কাউ‌ন্সিলর ড. নিছার উ‌দ্দিন আহ‌মেদ মঞ্জু, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান হাবিব।

এসময় খোরশেদ আলম সুজন বলেন, তিনটি কাজ আমাদের সবসময় করতে হবে ১. সবাই মাস্ক ব্যবহার করুন ২. ঘনঘন সবান দিয়ে হাত পরিস্কার করুন ৩. সামাজিক দূরত্ব মেনে চলুন।

অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলেন, আমার ওয়ার্ডের এলাকাবাসী সচেতন তারপরেও যারা মাক্স ব্যবহার করেন না তারা মাক্স ব্যবহার করতে হবে , করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে বেশি বেশি করে সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে , এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা সামাজিক দূরত্ব বজায় চলুন।

আরো উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ , চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রোকন উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি, ছাত্রনেতা মোঃ ইমন,১০নং ওয়ার্ড সচিব জনাব রুবেল শীল ,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।