মোঃ নাছির উদ্দিন, রামু:
রামুতে বিদ্যালয় পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ০৪ টি স্কুল পরিদর্শন করেন। বিদ্যালয় গুলো হল যথাক্রমে জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়। এতে বিদ্যালয়ের অনলাইন ক্লাস, এসাইন্টমেন্ট ও রেজিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করেন।আগের চেয়ে বর্তমান ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশি না কম তাও যাচাই করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টচার্য্য, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দীন চৌধুরী,রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(দায়িত্ব প্রাপ্ত) সামশুদ্দিন।

পরিদর্শনকালে নিজ নিজ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।