ইমাম খাইর, সিবিএন:
পর্যটন শহরের হোটেল মোটেল জোনের বিভিন্ন সড়ক, উপ-সড়ক, ফুটপাত দখল করে দোকানপান ও যানবাহনসমূহের অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাং শাজাহান আলির নেতৃত্বে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু হয়েছে।
অভিযানের প্রথম দিনে বেশ কিছু বাস কাউন্টারকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। সহসাই ফুটপাতে বসানো ভাসমান দোকানসমূহকেও সরে যেতে নির্দেশ দিয়েছেন।
দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) যত্রতত্র পার্কিং করার অপরাধে স্টার লাইন ও নীল দরিয়া সার্ভিসকে পৃথক ৩০০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রের দক্ষিণ পার্শ্বের সড়ক দখল করে গড়ে উঠা অঘোষিত ‘বাস স্ট্যান্ড’ উচ্ছেদ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সড়কের দুই পাশে বসেছে অসংখ্য ভাসমান দোকান। গড়ে উঠেছে অবৈধ বাস কাউন্টার ও বাসস্ট্যান্ড। যে কারণে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়ছে পর্যটক ও পথচারীরা।