ফারুক আহমদ, উখিয়া:
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২০ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উখিয়ায় পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলতায়নে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য হচ্ছে “বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এন্টিবায়োটিক
ও অন্যান্য জীবাণুরোধী ঔষধের সর্তক ব্যবহার” এদিকে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন মহিন।
এ সময় হাসপাতালের কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ এবং সহযোগী সংস্থা এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।