মোঃ আকিব বিন জাকের, মহেশখালী:
মহেশখালী উপজেলার অন্তর্গত কালারমারছড়া ইউনিয়নের শাহমীরাঘোনা সিরাতুন মুস্তাকিম মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র সাজ্জাদ -কালুরপুল নামক ব্রিজে বেপরোয়া টমটম গাড়ীর ধাক্কায় নিহতের ঘটনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ই নভেম্বর) সকাল ১১ টার দিকে জনতাবাজার -কালারমারছড়া-গোরকঘাটা সংলগ্ন কালুরপুল ব্রিজ সড়কে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে।

তারা লাইসেন্সবিহীন, অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ টমটম এবং সিএনজি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুুবুল আলমের সভাপতিত্বে বক্তারা দাবি তুলেন- সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতিরোধক, অদক্ষ চালকদের ইজিবাইক চালানো নিষিদ্ধ ও লাইসেন্স বিহীন সকল ইজিবাইক ও সিএনজি সড়ক থেকে প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি-ছামিরা ঘোনা সড়কে টমটম গাড়ির ধাক্কায় সাজ্জাদ নিহত হয়। সে ইউনিয়নের আঁধারঘোনা এলাকার জালাল আহমদের ছেলে এবং শাহমীরাঘোনা সিরাতুন মুস্তাকিম মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।