এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, কক্সবাজার পৌরসভায় ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। তারমধ্যে ২৯টি সড়ক-উপসড়কে ড্রেইন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান প্রায় শেষ পর্যায়ে। এরপর টেকসই আরসিসি ঢালাই ও অত্যাধুনিক স্ট্রীট লাইট স্থাপন করা হবে। আগামী ৫-৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কার্যক্রম। তবে নির্মাণ কাজ বাস্তবায়নে প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা। ইনশাল্লাহ অচিরেই কক্সবাজার হবে বিশ্বের আধুনিক পর্যটন শহর।
বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকপাড়া ও মাঝেরঘাট এলাকায় নির্মাণ কাজের গুণগত মান পরির্দশনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান আরও বলেন, কিছু কুচক্রি মহল উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা সকলে বিএনপি—জামাতের দোসর। বিএনপি—জামাত জোট ভোট নিয়ে প্রতিবারই মানুষের সাথে প্রতারণা করেছে। তারা বারবার মানুষকে ঠকিয়েছে। তাদের সময়ের কোন উন্নয়ন চিত্র দৃশ্যমান নাই। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর কক্সবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারা ধরে রাখা আমার অন্যতম দায়িত্ব। আমি সবার সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, প্রচার সম্পাদক এবি ছিদ্দিক খোকন, জেলা যুবলীগ নেতা আহসান সুমন, বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সাবেক সভাপতি গোলাম মাওলা বাবুল, কেলু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নু, বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু, সমাজ সংস্কারক মিজানুল করিম, প্রবীণ মুরব্বী ফজল করিম, যুবনেতা ফরহাদ, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পৌর আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম, জুনাইদুল হক আরিফ, রাজু প্রমূখ।