ইমরান আল মাহমুদ:
কক্সবাজারে ‍”উখিয়া অনলাইন প্রেসক্লাব” নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ।

১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উখিয়া থানার সম্মেলন কক্ষে উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম-সাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, উখিয়া উপজেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে রাত ১০টার পর অপ্রয়োজনে যানবাহন এবং জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করার কথা বলেন।

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে উখিয়া থানায় ক্যাশিয়ার প্রথা বন্ধ করা হয়েছে। আইনী সহায়তা নিতে আসা কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে কাজ করছে উখিয়া থানা পুলিশ। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি(তদন্ত) গাজী সালাহউদ্দিন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ সহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।