নিহত আফরোজা ও ঘাতক স্বামী পলাতক বাপ্পী

নিজস্ব প্রতিবেদক:

মহেশখালীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্মমভাবে খুনের শিকার গৃহবধূ আফরোজা বেগমের স্মরণে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাতে হোয়ানক পুঁইছড়াস্থ তার পিতার বাড়িতে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে।

নিহত আফরোজার বড়ভাই মিজানুর রহমান জানান, আফরোজার নিহতের ৪০ দিন পূর্ণ উপলক্ষ্যে ধর্মীয় রেওয়াজ মতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন খ্যাতিপ্রাপ্ত ইসলামী বক্তা তারেকুল ইসলাম আল কাদেরী। এছাড়াও আরো দু’তিনজন বক্তা ওয়াজ পেশ করবেন।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থাকবেন মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহেদ হোসেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী থানার ওসি আবদুল হাই, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, টাইমবাজার বণিক সমিতির সভাপতি মকছুদ আলম।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর নিখোঁজ হওয়া পর ১৭ অক্টোবররাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার স্বামীর বাড়ির উঠোনের গর্ত থেকে আফরোজার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।