অনলাইন ডেস্ক : ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
চলতি বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪,০৫৫ জনসহ সর্বমােট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের গড় হার ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ।
-আরটিভি