জোবায়ের জুবেল


শীতের বুড়ি কাঁথামুড়ি
এলো আমার গায়,
কনকনে শীত পড়ছে
বেঁচে থাকা দায়।

গুছিয়ে রাখা শীতের জামা
খুঁজে মরি হায়!
লুকিয়ে থাকা সূর্যি মামা
আয় না জলদি আয়।

পাকা ধানের গন্ধে চাষী
আনন্দে গান গায়,
গুড় মিশানো রং চা দিয়ে
শীতের পিঠা খায়।