বার্তা পরিবেশক:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা সারাদেশের ন্যায় কক্সবাজারেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে পালিত হয়েছে। দুর্গা পূজার ন্যায় স্বাস্থ্যবিধি মেনে শ্যামা পূজা তথা কালী পূজায় সবাইকে অংশগ্রহণ করেন। পূজা, আরতি, পূষ্পাঞ্জলীর মধ্য দিয়ে শক্তির দেবী, অশুভ শক্তি বিনাশিনী মহাদেবী মহাকালীর পূজো অনুষ্ঠিত হয়।প্রতিবছরের ন্যায় এবারো কক্সবাজারের বৃহৎ কালী পূজা উদযাপন হয়েছে কক্সবাজার কেন্দ্রীয় মহাশশ্মান প্রাঙ্গনে। এতে শুভেচ্ছা বিনিময়কালে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, পৃথিবীতে সেই আদি থেকে ভাল এবং মন্দের বসবাস। আর ভাল মানুষের সাথে খারাপ মানুষের শক্তির যুদ্ধও সেই আদিকাল থেকে হয়ে আসছে। সেই থেকে আজ অব্দি ধর্মের পক্ষে থাকা ভালো মানুষের জয় হয়েছে। এখনো দেশে নানাভাবে অশুভ শক্তি বিদ্যমান রয়েছে। তাই সকল ধর্মের মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। তিনি মহাশশ্মান উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন। এসময় বক্তব্য রাখেন রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, মহাশশ্মান পরিচালনা কমিটির সভাপতি স্বপন পাল নাজির, জেলা পূজা কমিটির সহ সভাপতি রতন দাশ, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, মহাশশ্মান উন্নয়ন কমিটির আহবায়ক কাঞ্চন দাশ, জেলা পূজা কমিটির কর্মকর্তা স্বপন দাশ, দুলাল দাশ, কালী পূজা কমিটির সভাপতি মিঠুন কান্তি দে। মহাশশ্মান পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক দীপক দাশ।