হযরত হাফছা (রা) মহিলা হিফজ মাদ্রাসার ছাত্রী সাঈদার সফলতা

সাড়ে ৬ মাসে ৩০ পারা কুরআন হিফজ

প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২০ ০৯:০২ , আপডেট: ১৫ নভেম্বর, ২০২০ ০৭:৫৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নিজস্ব প্রতিবেদকঃ
মাত্র সাড়ে ৬ মাসে ত্রিশ পারা কুরআনুল করিম মুখস্থ (হিফজ) করেছেন রামুর দক্ষিণ মিঠাছড়ির বাসিন্দা সাঈদা বিনতে আব্দু শুক্কুর।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদে জুমা শেষ সবক শুনিয়ে কলঘর বাজার হযরত হাফছা (রা) মহিলা হিফজ মাদ্রাসার ধারাবাহিক সফলতা ধরে রেখেছেন।
এদিন সাঈদা বিনতে আব্দু শুক্কুর ছাড়াও শেষ সবক শুনিয়েছেন রাজারকুলের বাসিন্দা শাহিনা বিনতে মোস্তফা কামাল ও কক্সবাজার শহরের গাড়ির মাঠের বাসিন্দা মিলনের মেয়ে তাসনুভা মিথি। হযরত হাফছা (রা) মহিলা হিফজ মাদ্রাসা থেকে ইতোপূর্বে অল্প সময়ে আরো ৮ জন ৩০ পারা কুরআন মুখস্ত করে সফলতা দেখিয়েছেন।

উপস্থিত অতিথিদের একাংশ

মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ্ব মাহমুদুল হক কোম্পানির সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মাওলানা ছিদ্দিক আহমদ, বদরমোকাম চেমন শমশের মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আব্দুর রশিদ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রুহুল আমিন, মধ্যম উমখালী হিফজ বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ছৈয়দ করিম, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মোঃ আছেম, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মোঃ হেলাল উদ্দীন, চাকমারকুল মাদ্রাসার শিক্ষক ক্বারী মোঃ তৈয়ব, দলিল লেখক মাওলানা হেফাজতুর রহমান মাহদী, মাওলানা হাফেজ আবুল হোসাইন, প্রবাসী আলহাজ্ব আজিজুল হক, ব্যবসায়ী হাফেজ নাছির উদ্দীন, মোঃ জুনাইদ, মোস্তফা কামাল, মাওলানা আব্দুল করিম, মোঃ ফায়সাল, হাফেজ রুহুল হাসান।
মাওলানা ছিদ্দীক আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।