নীতিশ বড়ুয়া, রামু :
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন ও এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে দি রাইট চয়েস স্পোর্টিং ক্লাব আয়োজিত অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের মনযোগী করতে হবে। তিনি বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দুর করে নিজ এলাকার উন্নয়নে যুবসমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এমপি কমল কক্সবাজারের সদর ও রামু উপজেলার প্রত্যন্ত এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
১৪ নভেম্বর, শনিবার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উপরোক্ত কথা বলেন।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় জোয়ারিয়ানালা ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন কাজল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল হক সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে।
অন্যান্য অতিথিের মধ্যে জোয়ারিয়ানালা মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এম আবুল কালাম আজাদ, এড.ফরিদুল আলম, আমিনুর রশিদ রুবেল মেম্বার, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবক, রাজনীতিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি পরে জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের ট্রপি তোলে দেন। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন কাজল, জোয়ারিয়ানালার সাবেক চেয়ারম্যান এম এম নুরুচ ছাফা, জসিমুল ইসলাম মেম্বার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, আমজাদ হোসেন, যুবলীগ নেতা এড. রেজাউল করিম কাজল, আনচারুল আলম, সেচ্ছাসেবক লীগ নেতা দীলিপ মহাজন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়া ফুটবল একাদশ ৪ -২ গোলে ফ্রেন্ড সোসাইটিকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
এছাড়া সকালে সাইমুম সরওয়ার কমল এমপি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বদরুল হুদার শুভ বিয়ে অনুষ্ঠানে অংশ নেন।