ওসমান আবিরঃ
টেকনাফের পোল্ট্রি খামারী আব্দুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজার সংলগ্ন সড়কে মানববন্ধনে বক্তারা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, ইউপি সদস্য জাফর আলম, ছাত্রলীগ নেতা নজরুল ইমলাম।
গত সোমবার দুপুর আড়াইটায় জমি বিরোধের জেড় ধরে উপজেলা সাবরাং ইউনিয়নের লাফাঘোনার হাজী আব্দুল মজিদের বাড়িতে পোল্ট্রি খামারী আব্দুর রহমানকে হত্যা করা হয়।
নিহতের বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গত সোমবার দুপুরে চাচা আব্দুল মজিদের বাড়িতে পারিবারিক জমিজমার বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এমন সময় কচুবনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সিরাজ উল্লাহ, মাওলানা ফয়েজ, আমানুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ শফিকের নেতৃত্বে হামলা চালিয়ে আব্দুর রহমানকে মারধর করা হয়।একপর্যায়ে তককে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে মারা যান।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।