সিবিএন ডেস্ক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল আসামি ওসি প্রদীপ কুমার দাশ কারাগারে আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বুধবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। তবে দুর্নীতির মামলায় কারাবন্দি সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারের ডিভিশন ওয়ার্ডেই আছেন বলে সিভয়েসকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার।

জাতীয়ে প্রেস ক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মেজর সিনহা (অব.) মারা গেছে, সারা দেশ উত্তাল হলো। ঘটনাস্থলে কে গেলেন? সেনাপ্রধান গেলেন। কে গেলেন? আইজিপি গেলেন। মেজর সিনহা হত্যা হলো, গ্রেপ্তার হলো, সব কিছু হলো- মূল আসামি কি এখন কারাগারে আছে? একটু খোঁজ-খবর নেন, কারাগারে আছে কিনা। হয়ত পরবর্তী তারিখে বোঝা যাবে আদালতে হাজির করতে পারে কিনা কারা কর্তৃপক্ষ। তাহলে আমরা কোথায় আছি? একি দেশের স্বাধীনতা?’

যদিও চট্টগ্রাম কারাগারের ডিভিশন ওয়ার্ডেই কারাবন্দি বরখাস্ত ওসি প্রদীপ আছেন বলে সিভয়েসকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘এসব বিষয়ে আমি মন্তব্য করবো না। তবে ওসি প্রদীপ কারাগারের ডিবিশন ওয়ার্ডেই আছেন সেটা আপনাকে কনফার্ম করলাম।’ –সিভয়েস