সিবিএন ডেস্ক:
কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল আজহার আলীকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আজহারকে সরিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও বাবর আজমকে নেতৃত্ব দিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পিসিবি। এখন থেকে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন এই সময়ের অন্যতম ব্যাটসম্যান।

গত বছর অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে আজহারকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছিল। তাঁর অধীনে গত এক বছরে দুটি ম্যাচ জিতেছে পাকিস্তান। সমান তিনটিতে ড্র এবং হারের মুখ দেখে।

তবে আজহারের নেতৃত্ব নিয়ে সবচেয়ে সমালোচিত হয় ইংল্যান্ড সফরে। ওই সফরে তেমন পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। যার জন্যই বাদ পড়তে হয়েছে আজহারকে।

এর আগে গত বছর সরফরাজকে সরিয়েই প্রথমে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় বাবরকে। এরপর গত মে মাসে ওয়ানডেতে বাবরের ওপর আস্থা রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড।