মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৮ হাজার ৮’শ পিস ইয়াবাসহ এক যুবক আটক করেছে ১৪-আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন’র) সদস্যরা। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ১০:৩০ মিনিটে ক্যাম্প-৭ এর গেইটের সামনের এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামি হলেন, সৈয়দ নুর(২০) ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৫ সৈয়দ করিমের ছেলে।

ইয়াবা নিয়ে আটক রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত করেন ১৪-আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন’র) পুলিশের সহ অধিনায়ক রাকিব খাঁন বলেন, আটক আসামি সৈয়দ নুর জিজ্ঞাসাবাদকালে জড়ীত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী টেকনাফ ও ঘুনধুম থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোয়েন্দা সংস্থা (এনএসআই’র) তথ্যের ভিত্তিতে ১৪-আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন’র) পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করেছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক রোহিঙ্গা মাদক কারবারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।